বাংলার নিহত ৩ জনের পরিবারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

এই ঘটনায় স্থানীয়রা যুক্ত থাকতে পারেন, সেই আশঙ্কাও করা হচ্ছে। এই ঘটনায় ২৮ জন নিহতের মধ্যে রয়েছেন বাংলার ৩ জন।

Must read

মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে (Pahalgam) পর্যটকদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে মাত্র কয়েক দিন আগেই পাকিস্তান থেকে ৫-৬ জন জঙ্গি কাশ্মীরে এসেছিল। হামলার আগে বেশ কয়েকবার ঘটনাস্থল রেইকি করে তারা। জঙ্গিরা সকলেই ছিল ভারতীয় সেনার পোশাকে। এই ঘটনায় স্থানীয়রা যুক্ত থাকতে পারেন, সেই আশঙ্কাও করা হচ্ছে। এই ঘটনায় ২৮ জন নিহতের মধ্যে রয়েছেন বাংলার ৩ জন। ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন তারা।

আরও পড়ুন-পহেলগাঁওয়ে মৃত বাংলার ৩ পর্যটক, রিসর্টের ভেতরে গুলিতে ঝাঁঝরা বেহালার বাসিন্দা, খোলা হল কন্ট্রোলরুম

এই মর্মে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”শেষ পাওয়া তথ্য অনুসারে, দুর্ভাগ্যজনক এই কাশ্মীরের হামলায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তি প্রয়াত। দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করবে এবং তাদের কলকাতায় পরবর্তী যাত্রায় সহায়তা করার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। আজ রাত ৮.৩০ নাগাদ বিমানটি কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আমাদের আধিকারিক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে। আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমরা সকলেই এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।”

এরপরেই মুখ্যমন্ত্রী নিহতদের নাম ঘোষণা করে লেখেন, ”আমাদের রাজ্যের নিহতরা হলেন: বিতান অধিকারী (বৈষ্ণবঘাটা, কলকাতা), সমীর গুহ (সখের বাজার, কলকাতা), এবং মনীষ রঞ্জন (ঝালদা, পুরুলিয়া)। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়, তাদের প্রতি আমার সমবেদনা থাকছে। আমরা তাদের পরিবারের পাশে আছি।”

 

Latest article