প্রতিবেদন : অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ব্যারাকপুর এসিজেএম আদালত এই পরোয়ানা জারি করেছে। এর আগে তিনবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। বোমা-গুলি-কাণ্ডের জন্য একাধিকবার তাঁর (Arjun Singh) বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এরপরই তাঁকে একাধিকবার তলব করা হয়। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান তিনি।