প্রতিবেদন: নবান্ন অভিযানের নামে কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়ের (AC Debjit Chatterjee) ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি হাওড়ার সাঁতরাগাছিতে পুলিশের ওপর হামলার অভিযোগে ১৮ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে জগাছা থানার পুলিশ। সবমিলিয়ে গ্রেফতার এখনও পর্যন্ত ২২। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ১৮ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে। এরই সঙ্গে কলকাতা পুলিশের এসি দেবজিৎবাবুর (AC Debjit Chatterjee) ওপর হামলা চালানোর ঘটনায় এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। হাওড়াতেও বাকি হামলাকারীদের খোঁজে চিরুনি-তল্লাশি চলছে। দু-জায়গাতেই হামলাকারীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে জগাছা থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ১৮ জনকে বুধবার হাওড়া আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে ৪ জনকে ২ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বাকি ১৪ জনকে এদিন জামিন মঞ্জুর করা হয়। পুলিশ আরও অনেকের খোঁজ করছে।
আরও পড়ুন-বাগান-উন্নয়নেই জ্বালা বিরোধীদের