রাঁচি: সংকীর্ণ রাস্তার মধ্যে জরাজীর্ণ এক ঘুপচি লজ। ঝাড়খণ্ডের রাঁচির ইসলামনগরের ওই ভাঙাচোরা লজ থেকে উদ্ধার হল বিপুল বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। ঘরটিতে থাকত দানিশ নামে এক যুবক। অভিযোগ, এসএসসি পরীক্ষার প্রস্তুতির নাম করে ওই ভাঙাচোরা লজে থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর জন্য বোমা বানাত সে।
আরও পড়ুন-আলবার্তোর চোটে অস্বস্তি, আনোয়ার ইস্যুতে চিঠি মোহনবাগানের
গোয়েন্দাসূত্রে সম্প্রতি একটি জঙ্গি মডিউলের খোঁজ পায় দিল্লি পুলিশ। জানা যায়, অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে ওই জঙ্গি মডিউলের আস্তানা। এরপর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে অভিযান চালায়। অভিযানে অস্ত্র এবং রাসায়নিক বোমা তৈরির উপকরণ মিলেছে, তেমনই পাওয়া গিয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং নথিও। পাশাপাশি, কয়েকদিন আগে জঙ্গি সন্দেহে আফতাব কুরেশি নামে এক যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সেখানেই মেলে দানিশের নাম। তারপরই দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ডের অ্যান্টি-টেররিজম স্কোয়াড যৌথ অভিযানে রাঁচির ওই লজ থেকে দানিশ-সহ ১২ জনকে গ্রেফতার করে। ভাঙাচোরা, জীর্ণ হোটেলের ১৫ নম্বর ঘর থেকে
বোমা তৈরির প্রচুর মশলাও উদ্ধার করে পুলিশ।