প্রতিবেদন : চলন্ত ট্রেনে শ্লীলতাহানি (Molestation)। অভিযোগ দায়ের দমদম জিআরপি থানায় (GRP)। অভিযুক্ত কলকাতা পুলিশের হোমগার্ড (police homeguard)। বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ আপ শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিধাননগর থেকে ফিরছিলেন অভিযোগকারীনি মহিলা ও অভিযুক্ত পুলিশকর্মী।
আরও পড়ুন-মৃত্যুকুম্ভ, ক্ষমা চান যোগী, নেত্রীর পাশে দাঁড়িয়ে তোপ শঙ্করাচার্য, অখিলেশদের
অভিযোগ, দমদম স্টেশনে ট্রেন ঢুকলে ভিড়ের সুযোগে মহিলার শ্লীলতাহানি করেন ওই পুলিশকর্মী। প্রতিবাদ জানালে কটুক্তি করা হয়। দমদম জিআরপি থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, ধৃতের নাম দীপঙ্কর সেন।