ফ্রান্সের ল্যুভরে দুঃসাহসিক চুরি সাতদিন পরে ধরা পড়ল দুই চোর

Must read

প্যারিস: অবশেষে ধরা পড়ল ল্যুভরের চোরেরা। তবে সবাই নয়, আপাতত ২ জন পুলিশের জালে। তাও ঘটনার এক সপ্তাহ পরে। একজনকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দরে। বিমানে ওঠার মুখেই পাকড়াও করা হয়েছে তাকে। দ্বিতীয়জনকে অবশ্য কোথা থেকে ধরা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। লুটেরার দলের বাকিরা কোথায়, তা নিয়ে এখনও অন্ধকারে প্রশাসন। তবে প্রাথমিক তদন্তে ফরাসি পুলিশ মনে করছে, গত রবিবার ল্যুভর মিউজিয়ামের (Louvre Museum) অ্যাপোলো গ্যালারিতে ঢুকে নেপোলিয়ন-সহ ফরাসি সম্রাট এবং রানির দুর্মূল্য গয়না চুরি করেছে ধৃত দু’জন। সঙ্গে আরও কারা ছিল এবং নেপথ্যে কে বা কারা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-কানাডার উপরে এবার অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

লক্ষণীয়, ল্যুভরে (Louvre Museum) দুঃসাহসিক চুরি বা লুটপাটের ঘটনার পরে সেখানকার সমস্ত মূল্যবান এবং ঐতিহাসিক গয়না সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেশের সবচেয়ে বড় নির্ভরযোগ্য সরকারি ব্যাঙ্কের গোপন ভল্টে। এই ব্যাঙ্কের ভল্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রশিক্ষিত চোরেরাও ভেতরের গয়নাগাটি বা মূল্যবান সামগ্রীর নাগাল না পায়। ভল্টের নাম ‍‘সুতেরেইন’। ৫০ সেন্টিমিটার পুরু দেওয়াল। স্টিলের তৈরি দরজার ওজন অন্তত ৭ টন। ৩৫ টনের ঘোরানো লক। আগুনেও অক্ষত থাকবে ভল্ট।
উল্লেখ্য, গত রবিবার ফ্রান্সে সবচেয়ে দুর্ধর্ষ ডাকাতির সাক্ষী হয়েছে ল্যুভরের অ্যাপোলো গ্যালারি। সংস্কারের কাজের সুযোগ নিয়ে দিনের আলোয় হাইড্রোলিক ল্যাডারে চেপে মিউজিয়ামের দোতলায় পৌঁছে যায় চোরের দল। মাত্র ৮ মিনিটের অপারেশন। চুরি করে মিউজিয়ামের আটটি মহামূল্যবান গয়না। চুরি গিয়েছে ফরাসি রানিদের ব্যবহৃত নেকলেস, কানের দুল,মুকুট-সহ নানা দুর্মূল্য সামগ্রী।

Latest article