মাদ্রিদ, ১৫ এপ্রিল : বুধবার রাতে স্যান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত ম্যাচটা রিয়াল মাদ্রিদের কাছে অসম্ভবকে সম্ভব করার মঞ্চ! চ্যাম্পিয়ন্স ট্রফির ফিরতি কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপেদের প্রতিপক্ষ আর্সেনাল। যাদের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচটা ০-৩ গোলে হারতে হয়েছে। যা পরিস্থিতি, তাতে ফিরতি লেগের ম্যাচটা চার গোলের ব্যবধানে না জিততে পারলে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
কাজটা যে অত্যন্ত কঠিন, সেটা স্বীকার করে নিচ্ছেন কার্লো আনচেলোত্তিও। রিয়াল কোচের বক্তব্য, ‘‘সম্ভাবনা খুবই কম। তবে আমাদের চেষ্টা করতে হবে। মাঠে নেমে ফুটবলারদের ১০০ ভাগ উজাড় করে দিতে হবে। ঘরের মাঠে সমর্থকদের একটা স্মরণীয় জয় উপহার দেওয়ার দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে। তার জন্য যা যা করার, সব করতে হবে।’’
আরও পড়ুন-সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার দুই দুষ্কৃতী
তিন গোলের ব্যবধানে হেরেও, ঘুরে দাঁড়ানোর ইতিহাস কিন্তু রিয়ালের রয়েছে। সেটা চ্যাম্পিয়ন্স লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপে। ১৯৭৫ সালে ইউরোপিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ইংল্যান্ডেরই ডার্বি কাউন্টির কাছে ১-৪ গোলে হেরে গিয়েছিল রিয়াল। যদিও বার্নাব্যুতে আয়োজিত ফিরতি লেগের ম্যাচটা ৫-১ গোলে জিতে পরের রাউন্ডের টিকিট আদায় করে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ১৯৮৬ সালে উয়েফা কাপেও (এখনকার ইউরোপা লিগ) তৃতীয় রাউন্ডে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের মাঠে ১-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। তবে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটা ৪-০ গোলে জিতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে পরের রাউন্ডে উঠে যায় রিয়াল। এমবাপে, ভিনিসিয়াস, বেলিংহ্যামরা কি পারবেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে!
এদিকে, বুধবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি ফিরতি কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচটা ১-২ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। তাই সেমিফাইনালে ওঠার জন্য ফিরতি লেগের ম্যাচটা অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে জার্মান ক্লাবকে। অন্যদিকে, ড্র করলেই শেষ চারের টিকিট পেয়ে যাবে ইন্টার।