খেতাবি দৌড়ে আজ আর্সেনাল বনাম সিটি

বুধবার রাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা এই দুই হেভিওয়েট। ঘরের মাঠে খেলবে গুয়ার্দিওলার সিটি।

Must read

ম্যাঞ্চেস্টার, ২৫ এপ্রিল : ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই জমে উঠেছে। আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা এই দুই হেভিওয়েট। ঘরের মাঠে খেলবে গুয়ার্দিওলার সিটি। এই ম্যাচ ঠিক করে দিতে পারে, প্রিমিয়ার লিগ খেতাব এতিহাদে সিটির ঘরে ফিরবে, নাকি ১৯ বছর পর ইপিএল জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্সেনাল।
প্রথম দুইয়ে থাকা দু’দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। কিন্তু সিটির ৩০ ম্যাচ খেলে যেখানে ৭০ পয়েন্ট, সেখানে দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৭৫। তাই বুধবারের ম্যাচ জিতে গানারদের উপর আরও চাপ বাড়াতে চায় পেপ গুয়ার্দিওলার দল।

আরও পড়ুন-‘এবার আর ধর্মের ভিত্তিতে ভোট নয়’ BSF-নিশীথকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগের ম্যাচেই রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকের সৌজন্যে এফএ কাপের ফাইনালে উঠেছে সিটি। আর্সেনাল আবার ইপিএলে শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। তবে দু’দলের স্ট্রাইকাররাই গোলের মধ্যে রয়েছেন। আর্লিং হালান্ড, মাহরেজদের জবাব হতে পারেন গানারদের বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। তবে এতিহাদে ঘরের মাঠে চলতি বছরে এখনও পর্যন্ত অপরাজিত ম্যান সিটি। ১২টি ম্যাচের মধ্যে সবক’টিতেই জিতেছে তারা। হালান্ডদের থামাতে কী রণনীতি নেন গানার্স কোচ মাইকেল আর্তেতা, তা দেখার অপেক্ষায় ফুটবলমহল।

Latest article