দিল্লি (Delhi) ও সংলগ্ন এনসিআর অঞ্চলের বায়ু দূষণ (Air pollution) নিয়ে চিন্তায় গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে যান চলাচলে জোড়-বিজোড় ফর্মুলা শুরু করেছে কেজরিওয়াল সরকার। স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দফতরের মতে দূষণ কমানোর অন্যতম উপায় হল বৃষ্টি। কিন্তু, এই মরশুমে অর্থাৎ নভেম্বরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আইআইটি কানপুর কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তাব দিয়েছে। বলা হচ্ছে, কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি নামাতে তাঁরা প্রস্তুত।
আরও পড়ুন-রাজ্যপালরা কি ভুলে গেলেন তাঁরা আদৌ নির্বাচিত নন? কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
গত ৫ বছর ধরে আইআইটি কানপুর এই বিষয়ে কাজ করে চলেছে । গত জুলাই মাসে পরীক্ষা সফল হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে এবার দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চলে কৃত্রিম বৃষ্টি নামাতে আইআইটি কানপুর কর্তৃপক্ষ তৈরী। এই বিষয়ে ডিজিসিএ-র অনুমতি নেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছে আইআইটি কানপুর কর্তৃপক্ষ।
আরও পড়ুন-অস্থায়ী উপাচার্যকে কড়া চিঠি দিল রাজ্যের শিক্ষা দফতর
অসময়ে এমন এক অভিনব পন্থার বিষয়ে আইআইটি কানপুরের তরফে জানা গিয়েছে, কৃত্রিম বৃষ্টির জন্য নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন। পর্যাপ্ত আর্দ্রতা এবং উপযুক্ত বাতাস এবং মেঘের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু মেঘ তৈরি করে এবং কৃত্রিম বৃষ্টি আনা শীতের আগে এই মাসগুলিতে সম্ভব কিনা সেটা এখনও খতিয়ে দেখা বাকি। কৃত্রিম বৃষ্টির জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র থেকে একাধিক অনুমোদন নিতে হবে। উল্লেখ্য, সেপ্টেম্বরে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই মর্মে জানিয়েছেন, বায়ু দূষণ মোকাবিলায় দিল্লিতে মেঘ সৃষ্টি করার প্রস্তুতি চলছে। কৃত্রিম বৃষ্টি সাময়িকভাবে দূষণ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে সহমত পোষণ করেছেন আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…