‘লাল পাহাড়ির দেশ’ ছেড়ে না ফেরার দেশে কবি অরুণ চক্রবর্তী!

Must read

‘রাঙা মাটির দেশে’র স্রষ্টা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার গভীর রাতে না ফেরার দেশে কবি অরুণ চক্রবর্তী (Arun Chakraborty)। হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। শোকাহত সাহিত্যমহল।

আরও পড়ুন- শেষ বেলায় আর্চার, কাল আইপিএল নিলাম, তিন বছরের সূচি প্রস্তুত

হুগলির কবি-সাহিত্যিক মহলের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করা কবির কবিতা ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। গানের আকারেও যা বহুশ্রুত। স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ছোটদের চকোলেট বিলি করা প্রখ্যাত সাহিত্যিক ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন কবি (Arun Chakraborty)। করোনার পর থেকে ফুসফুসের সমস্যা ছিল। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। এখানে কিছুটা ঠান্ডা লেগে ছিল বলে জানিয়েছেন তাঁর পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী।পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণের দেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে। কবির গুণগ্রাহীরা মুক্তমঞ্চে প্রিয় সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। শনিবারই শ্যামবাবুর ঘটে শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

Latest article