প্রতিবেদন : অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। সেখানে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা করছে চিন। এমনটাই জানাল আমেরিকা। অরুণাচল প্রদেশ নিয়ে মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনেন তিন সেনেটর। সেখানেই স্পষ্ট বলা হয়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই অরুণাচলের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ভারতকে সব ধরনের সাহায্য করবে আমেরিকা। ওই প্রস্তাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় শান্তি বিঘ্নিত করার জন্য চিনের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। পাশাপাশি চিনের আগ্রাসন রুখতে ভারতের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে মার্কিন সেনেট।
আরও পড়ুন-রাজ্যপালরা বিজেপির এজেন্টের কাজ করছেন, বিজয়নের ‘বাংলা’ বক্তব্যকে সেন্সর
জেফ মার্কলে, জন করনিন ও বিল হাগেরটি নামে তিন সেনেটর বলেন, চিনের অগ্রসন ঠেকাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সীমান্তে যে সমস্ত পদক্ষেপ করেছে তা অত্যন্ত উল্লেখযোগ্য। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বেজিং অযথাই উত্তেজনা তৈরি করছে। মার্কিন সেনেটে এই রেজোলিউশনের বিশেষ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক মহলের কাছে। কারণ মার্কিন সেনেটের এই সিদ্ধান্তে অরুণাচল নিয়ে ভারতের দাবিকে আরও জোরালো করবে বলে বিশেষজ্ঞ মনে করছেন।