প্রতিবেদন : এশিয়া তথা ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মলোকাই চ্যানেল জয় করে ফিরেছেন বাংলার সায়নী দাস।
এদিন সায়নী রাজ্য সরকারের ক্রীড়া দফতরে গিয়ে দেখা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। বিভিন্ন চ্যানেল জয়ের অভিজ্ঞতার কথা শোনান কালনার জলকন্যা। ক্রীড়ামন্ত্রী ব্যক্তিগতভাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সায়নীকে অভিনন্দন জানান। সায়নী এর আগে ইংলিশ চ্যানেল, রটনেস্ট এবং ক্যাটালিনা চ্যানেল জয় করেন।
আরও পড়ুন-মোহনবাগানের সভাপতি টুটু বোসই, ঢেলে সাজছে ভিআইপি বক্স, বসছে লিফটও
সায়নীকে এদিন সংবর্ধনা দিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। সংবর্ধনা পেয়ে অভিভূত সায়নী জানিয়ে দিলেন, তাঁর লক্ষ্য এবার সপ্তসিন্ধু জয়। ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নতুন মিশনে। আরও একটি চ্যানেল জয়ের জন্য প্রস্তুতিও শুরু করবেন কিছুদিন পর।
মার্কিন মুলুকে নয়া কীর্তি গড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে সায়নী বলেছেন, ‘‘মলোকাই চ্যানেল পার হতে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। সেখানে আমার ১৮ ঘণ্টা লেগেছে। খারাপ আবহাওয়ার কারণে কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত যে জলে নামতে পেরেছি এবং সফল হয়েছি, তার জন্য আমার কোচকে কৃতিত্ব দেব। লক্ষ্যে পৌঁছনোর একশো মিটার আগে থেকে যখন দেখতে পাই জাতীয় পতাকা হাতে নিয়ে মা দাঁড়িয়ে, সেই অনুভূতি বলে বোঝাতে পারব না। তাছাড়া যেদিন চ্যানেল জয় করলাম সেদিনই ছিল আমার জন্মদিন, তাই এটা ভীষণ স্পেশ্যাল।’’