অরূপ-ইন্দ্রনীলের বৈঠকে কাটতে চলেছে জট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনিশিয়ান্স’ স্টুডিওতে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন দীর্ঘ বৈঠক করেন।

Must read

প্রতিবেদন : খুব দ্রুত টালিগঞ্জের ৪টি ফ্লোরে শুটিং শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনিশিয়ান্স’ স্টুডিওতে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, আমাদের একান্নবর্তী পরিবার। এখানে সমস্যা ছিল, আছে এবং থাকবে। তবে সেগুলিকে মিটিয়ে নিয়েই আমাদের চলতে হবে। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, বৃহস্পতিবার কোথাও শুটিং বন্ধ ছিল না। আমাদের ৩৭টি ফ্লোরের মধ্যে ৩৩টিতে কাজ হয়েছে, বাকি ৪টিতে শুটিং ছিল না। ২৯টি ফ্লোরে ১০০ শতাংশ শুটিং হয়েছে। অন্য ৪টি ফ্লোরে কাজ হয়নি। কয়েকজন পরিচালক নিজেদের প্রত্যাহার করেছেন। আমরা বৈঠকে সবটা নিয়ে আলোচনা করেছি। এখানে ১২-১৪ হাজার মানুষ একসঙ্গে কাজ করেন। বর্ধিত একান্নবর্তী পরিবার। সেখানে সুখ-দুঃখ, মান-অভিমান— সবই থাকে। তবে আলাদা করে কারও সঙ্গে কারও কোনও সমস্যা নেই।

আরও পড়ুন-দিনের কবিতা

টালিগঞ্জের নিয়ম অনুযায়ী মাসের দ্বিতীয় রবিবার শুটিং বন্ধ থাকে। তাই আগামী রবিবার কোনও শুটিং হচ্ছে না। একদিনের মধ্যে কোনও পরিচালকের পক্ষে শুটিং শুরু করা সম্ভব নয়। তবে দু’এক দিনের মধ্যে শুটিং হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমাদের একান্নবর্তী বৃহৎ পরিবার। ১২-১৪ হাজার মানুষ কাজ করেন। সমস্যা-আছে এবং থাকবে। কিন্তু সবকিছু সামলে চলতে হবে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, মূল সমস্যা টেকনিশিয়ানদের তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমানজনক কথা বলা নিয়ে। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই। আলোচনার দরজা সবসময় খোলা আছে। এই বৈঠক পজিটিভ।

Latest article