প্রতিবেদন : হাতেগোনা আর কয়েকদিন পরই বাঙালির জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘায় (Digha) অন্যতম আকর্ষণ হতে চলেছে জগন্নাথ মন্দির। সর্বসাধারণের জন্য বহুপ্রতীক্ষিত এই মন্দিরের দরজা খুলে যাবে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। বুধবার নবান্নে এই বিষয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দিঘায় এলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-মোদিরাজ্যে সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত ৬
বৃহস্পতিবার দুপুরে দিঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রে আসেন মন্ত্রী। সঙ্গে ছিলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের কর্তা অপূর্ব বিশ্বাস-সহ অন্যরা। এছাড়াও এদিন তিনি বিদ্যুৎ দফতরের গেস্ট হাউসে ঘণ্টা খানেক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করলেন। মন্ত্রী জানান, ‘এই মন্দিরে বিদ্যুৎ সরবরাহের গোটা বিষয়টিই শেষ হয়েছে। মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে সব ঠিক আছে কিনা সেটাই দেখতে এলাম। জগন্নাথ যেমন চেয়েছেন তেমন মন্দির হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।