দূষণ রুখতে কড়া পদক্ষেপ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal- Air Pollution)। একদিকে যেমন বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে দিল্লিবাসীকে রক্ষা করতে দীপাবলির আগেই বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে দিল্লি প্রশাসন অন্যদিকে এবার শরতের শুরুতেই কেজরিওয়াল বায়ু দূষণ মোকাবেলায় ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ও ঘোষণা করলেন।
শুক্রবার সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীতে দূষণের মাত্রার ওপর নির্ভর করে মোট ১৩টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই স্থানগুলির পৃথক পরিকল্পনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, “আগামী শীতে রাজধানীর দূষণ পরিস্থিতির ওপর ২৪ ঘন্টা নজর রাখার জন্য তৈরি থাকবে গ্রীন ওয়ার রুম। দিল্লি সরকারের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে,” এই হটস্পটগুলি থেকে বায়ু দূষণের প্রধান উৎসগুলি খুঁজে বের করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে।”
কেজরিওয়াল (Arvind Kejriwal- Air Pollution) আরও জানান, “ধুলোর হাত থেকে রাজধানীকে রক্ষা করতে ক্রমাগত জলের ব্যবহার করা হবে এবং দিনভর ভারী যানবাহন চলাচলকারী প্রায় ৯০টি সড়কের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হবে।” যানবাহনের দূষণ শংসাপত্র পরীক্ষা করতে এবং অতিরিক্ত গাড়ি চালানো রোধ করতে ৩৮৫ টি দল গঠন করা হয়েছে বলেও এদিন জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, পিছু হটে জানালেন ট্রুডো
২০১৮ সালে সুপ্রিম কোর্ট দিল্লিতে যথাক্রমে ১০ এবং ১৫ বছরের পুরানো ডিজেল এবং পেট্রোল গাড়ি নিষিদ্ধ করেছিল। দূষণের কথা মাথায় রেখে দিল্লিতে খোলা জায়গায় আবর্জনা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং ৬১১টি দল এটি পর্যবেক্ষণ করবে বলেও এদিন জানান তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী এদিন ‘গ্রিন দিল্লি’ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্যও বলেন এবং সংশ্লিষ্ট বিভাগে দূষণ-সৃষ্টিকারী কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানানোরও আবেদন করেন তিনি।
সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে বিশ্বের সবথেকে দূষিত শহর রাজধানী দিল্লি। এই ভয়ঙ্কর দূষণের জেরে প্রায় ১২ বছর আয়ু কমে যেতে পারে দিল্লিবাসীর। এই হারে দূষণ বাড়তে থাকলে মানুষের জীবন দুর্বিষহ তো বটেই, জীবন থেকে বেশ কয়েকটা বছর হারিয়ে ফেলবেন রাজধানীর বাসিন্দারা। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি সরকারের প্রচেষ্টাতে দূষণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে।