কাবুল: আফগানিস্তানে তালিবান জঙ্গিদের নেতৃত্বে যে সরকার গঠন হতে চলেছে আন্তর্জাতিক দুনিয়ার উচিত নয় সেই সরকারকে স্বীকৃতি দেওয়া। কারণ তালিবানরা কখনওই মানুষকে বিশেষ করে মহিলাদের সঙ্গে মানবিক আচরণ করবে না। ইন্ডিয়া টুডে’র সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন আফগানিস্তানের বিখ্যাত পপস্টার আরিয়ানা সইদ। ১৬ অগাস্ট দেশ ছেড়েছেন তিনি। এখন ওয়াশিংটনে আছেন।
আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউয়ে কি তবে সত্যি শিশুদের নিয়ে ভয় বেশি?
আরিয়ানা বলেন, ২০ বছর আগে আমরা তালিবান জমানা দেখেছি। সে সময়ই তারা মানুষের সঙ্গে কখনোই মানবিক আচরণ করত না। বিশেষ করে মহিলাদের ওপর তারা চরম নির্যাতন চালাত। আমি অবাক হয়ে যাচ্ছি, গোটা দুনিয়া কী করে তালিবানদের পুরনো ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেল! যে-কারণে তারা আফগানিস্তানের মানুষকে তালিবানদের হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তালিবানের জমানায় মহিলাদের জীবন যথেষ্টই অসুরক্ষিত। মহিলারা নিতান্তই আতঙ্ক ও উদ্বেগ রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ কাবুলের উদ্দেশে আসছেন। কারণ তাঁদের কোনও আশ্রয় নেই, এমনকী, খাবারটুকুও নেই। এবার ক্ষমতা দখলের পর তালিবান নেতৃত্ব অবশ্য জানিয়েছে, মহিলাদের স্বাধীনতা বজায় থাকবে। তারা সকলের সঙ্গে মানবিক আচরণ করবে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আরিয়ানা বলেন, এসব তালিবানের ভেক। আসলে তারা চাইছে যে, আন্তর্জাতিক দুনিয়া তাদের স্বীকৃতি দিক। আর কেউ বিশ্বাস করলেও আমি তালিবানদের কোনওভাবেই বিশ্বাস করি না। এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য হল, ছলে-বলে-কৌশলে আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃতি আদায় করা। সেকারণেই তারা এত ভাল-ভাল কথা বলছে। কিন্তু আমি মনে করি, কোনও দেশের উচিত নয় আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া।