প্রতিবেদন : মহারাষ্ট্রে (Maharashtra) কৃষকদের লং মার্চে (Farmers’ Long March) অংশ নিয়ে প্রাণ গেল বিক্ষোভরত এক কৃষকের। এছাড়াও বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন। পুণ্ডলিক আম্বো যাদবের (৫৮) মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বড় ধরনের চাপে পড়ল। বিভিন্ন মহলের অভিযোগ, বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির কারণেই চাষিরা চরম সমস্যায় পড়েছেন। ওই দলের সরকার কৃষকদের কথা ভাবে না। প্রধানমন্ত্রীর মোদির দেওয়া কৃষকদের আয় বাড়ানোর প্রতিশ্রুতি নিতান্তই ভুয়ো। সে কারণেই বিভিন্ন রাজ্যে একের পর এক কৃষক আত্মহত্যা করছেন। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করেন হাজার হাজার কৃষক। দলিত সম্প্রদায়ের বহু মানুষও এই বিক্ষোভ আন্দোলনে যোগ দেন। বাম কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিসান সভার নেতৃত্বে ১৭ দফা দাবি আদায়ে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে পদযাত্রা (Farmers’ Long March) শুরু করেন কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনের চাপে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই বৈঠকে রফাসূত্র বেরোয়। কিন্তু সরকারি নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত মহারাষ্ট্র সীমানায় অপেক্ষা করার সিদ্ধান্ত নেন কৃষকরা।
আরও পড়ুন: আদালতে ইমরান তবুও হল না শুনানি