তিস্তার জল নামতেই বোল্ডার ফেলে বাঁধ তৈরির কাজ শুরু

তবে আতঙ্ক কাটেনি। কারণ, পূর্বাভাস বলছে যে কোনও সময়েই আবার বৃষ্টি নামতে পারে। শুক্রবার বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বৃষ্টি না হওয়ায় খানিকটা শান্ত হয়েছে তিস্তা। কিছুটা হলেও তাতে স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ের কৃষ্ণগ্রামের বাসিন্দাদের। তবে আতঙ্ক কাটেনি। কারণ, পূর্বাভাস বলছে যে কোনও সময়েই আবার বৃষ্টি নামতে পারে। শুক্রবার বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি। ঝলমলে আকাশে দেখা গিয়েছে সূর্যের মুখ। কালিম্পং থেকে জোড়বাংলো, লামাহাটা, ঘুম হয়ে দার্জিলিংয়ের রাস্তায় জল উঠে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে জল নেমেছে এই রাস্তা থেকে। তাই খুবই ধীর গতিতে ছোট গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে গাড়ি চলাচলের কিন্তু প্রশাসনিক অনুমতি নেই। পূর্ত দফতর ইতিমধ্যে সেই রাস্তার পাশে নদীর ধার বরাবর বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে। এছাড়াও উঁচু করা হচ্ছে রাস্তা, যাতে কোনওভাবেই জল উঠে পড়তে বা দাঁড়াতে তা পারে। তিস্তাপাড়ের ছোট্ট কৃষ্ণাগ্রাম এখন প্রায় ফাঁকা। লাগাতার বৃষ্টির কারণে গ্রামের প্রতিটি বাড়িতেই জল উঠে গিয়েছিল। বাধ্য হয়ে তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। জলের তোড়ে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, ক্ষতি হয়েছে অনেক। তাঁরা তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে। যদিও ইতিমধ্যেই প্রশাসন তাঁদের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও ১০ নম্বর জাতীয় সড়কের ২১ মাইল, ২৭ মাইল ও সেলফি দ্বারা এলাকায় এখনও ধস রয়েছে। জেসিবি দিয়ে ধস পরিষ্কারের কাজ চলছে জোরকদমে।

Latest article