বেলা বাড়তেই শীত উধাও

জেলায় তা আরও দুই থেকে চার ডিগ্রি নিচে থাকবে। তবে উত্তুরে হাওয়া থাকায় ভাল শীতের আমেজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী

Must read

প্রতিবেদন : মঙ্গলবার থেকে কলকাতা-সহ প্রায় সব জেলার তাপমাত্রাই এক ধাক্কায় অনেকটাই বাড়ল। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উপরে। পশ্চিমের জেলাগুলি থেকেও তাপমাত্রা বাড়ার খবর এসেছে। সকাল ও সন্ধ্যার দিকে থাকলেও শহরে বাকি সময়ে কার্যত উধাও শীতের আমেজ। মঙ্গলবার শহরের আকাশ ছিল পরিষ্কার।

আরও পড়ুন-দুঃখপ্রকাশ নয় নিজের অবস্থানে অনড় সাবিত্রী

সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শহরের তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। জেলায় তা আরও দুই থেকে চার ডিগ্রি নিচে থাকবে। তবে উত্তুরে হাওয়া থাকায় ভাল শীতের আমেজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী। উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিক বা তার নিচে থাকবে। ডিসেম্বরে শুরুতেই পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তার ফলে কিছুটা কমবে ঠান্ডা। তার প্রভাব কেটে গেলেই ফের তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে বলেই মনে করা হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Latest article