ফুঁসছে গঙ্গা, হরিদ্বারে জলের তোড়ে ভাসল শ্মশানঘাটের পার্কিং লটে দাঁড়ানো গাড়ি

দেখা যাচ্ছে জলের স্রোতে ভেসে যাচ্ছে বাস, গাড়ি। জানা গিয়েছে, শ্মশানঘাটে দাঁড়ানো আটটি গাড়ি হর কি পৌরি ঘাটে ভেসে গিয়েছে।

Must read

প্রবল বৃষ্টির জেরে নাজেহাল গোটা উত্তর ভারত (North India)। দিল্লির পর এবার বর্ষায় নাভিশ্বাস উঠছে উত্তরাখণ্ডেরও (Uttarakhand)। ফুঁসছে গঙ্গা। এক নাগাড়ে বৃষ্টিতে জলস্তর বাড়তে বাড়তে নদী ভয়ানক রূপ নিয়েছে। এই অবস্থায় হরিদ্বারে প্রবল বৃষ্টিপাতে একটি শ্মশানঘাটের পার্কিং লটে দাঁড়ানো সমস্ত গাড়ি গঙ্গার জলের তোড়ে ভেসে চলে যায়। এই সংক্রান্ত হরিদ্বারের হর কি পৌরি ঘাটের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে জলের স্রোতে ভেসে যাচ্ছে বাস, গাড়ি। জানা গিয়েছে, শ্মশানঘাটে দাঁড়ানো আটটি গাড়ি হর কি পৌরি ঘাটে ভেসে গিয়েছে।

আরও পড়ুন-পাহাড়ে ফের ধস, বন্ধ শিলিগুড়ি-গ্যাংটকগামী জাতীয় সড়ক

এই অবস্থায় সমস্ত দর্শনার্থী এবং পর্যটকদের নদীর সামনে যেতে নিষেধ করা হয়েছে। ভিডিয়ো বার্তায় হরিদ্বার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃষ্টির জেরে হঠাৎ করেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর সামনে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিপদ সামলাতে হরিদ্বার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আগামী ২ জুলাই পর্যন্ত দেরাদুন, উধমসিংহনগর, নৈনিতালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন-গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক, কেরলে অসুস্থ ৮ পড়ুয়া

প্রবল বৃষ্টির ফলে গঙ্গার জল বিপদসীমা অতিক্রম করেছে আর তার ফলেই হরিদ্বারের অধিকাংশ এলাকা জলের তলায় রয়েছে। অনেক জায়গায় রাস্তা ও নদী মিশে গিয়েছে। বর্ষা প্রবেশ করেছে উত্তরাখণ্ডে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। কুমায়ুন অঞ্চলেও ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Latest article