আসানসোল বইমেলা জমজমাট

সৌমেন দাস বলেন, ১০ জানুয়ারি দুপুর থেকে বইমেলা মঞ্চে অনুষ্ঠান হবে। ১৮ জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হবে।

Must read

সংবাদদাতা, আসানসোল : আসানসোলের পোলো গ্রাউন্ডে যুব শিল্পী সংসদ আয়োজিত আসানসোল বইমেলা এবার বইমেলা ৪২ বছরে পড়ল। শুক্রবার দুপুরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সাহিত্যিক জয়া মিত্র। ছিলেন জেলাশাসক এস পুন্নবালম, আসানসোল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বাসুদেব মণ্ডল, সম্পাদক সৌমেন দাস, শচীন রায়, ডাঃ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ গায়েন, পার্থপ্রতিম আচার্য, সোমনাথ গড়াই প্রমুখ। এরপরে যুব শিল্পী সংসদের পতাকা উত্তোলন করেন সৌমেন দাস। বইমেলার পতাকা উত্তোলন করেন জেলাশাসক। বইমেলার স্মারক পত্রিকার উন্মোচন করেন চেয়ারম্যান। বইমেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। জেলাশাসক বলেন, আসানসোল এমন একটা শহর যেখানে এক মাসের মধ্যে দুটি বইমেলা হয়। একটি সরকারি, আর এটা একটা। দুটোই খুব ভালভাবে হয়। বলেন, আজ জেলাশাসক হিসেবে এসেছি, পরে বইপ্রেমী হিসেবে আসব। সবাই আসুন বইমেলায়। মনে রাখতে হবে, সমাজ যতই আধুনিক হোক না কেন বই সবসময় মানুষের সঙ্গী। সাহিত্যিক জয়া মিত্র বলেন, ৪২ বছর ধরে যুব শিল্পী সংসদ আসানসোল বইমেলা আয়োজন করে আসছে। আগামী দিনে এই বইমেলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন-রায়বাঘিনী রাজপথে, রাম-বাম হুঁশিয়ার

সৌমেন দাস বলেন, ১০ জানুয়ারি দুপুর থেকে বইমেলা মঞ্চে অনুষ্ঠান হবে। ১৮ জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হবে। ১৬ জানুয়ারি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা অংশ নিতে পারবে। ১৮ জানুয়ারি দুপুরে বসে আঁকো ও আলপনা প্রতিযোগিতা হবে। ১৫ জানুয়ারি দুপুরে কবি সম্মেলন। ১৭ জানুয়ারি সন্ধ্যায় গানে থাকবেন সাগ্নিক সেন, ১৮-য় দীপ চট্টোপাধ্যায়।

Latest article