সংবাদদাতা, আসানসোল : আসানসোল পুরসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ শুরু হল। ২১ অগাস্ট ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। জামুড়িয়া ব্লকের বনমালীপুর বা বেনালি গ্রামের এই ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করায় উপনির্বাচন হবে। এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
আরও পড়ুন-আন্তর্জাতিক ব্যাঘ্রদিবসের শপথ বাঘে-মানুষে সংঘাত নয়, সুন্দরবনে বেড়েছে বাঘ
পশ্চিম বর্ধমানের বারাবনির বিধায়ক হলেও তাঁকে মেয়র পদে থাকতে হলে পুর নির্বাচিত প্রতিনিধি হতে হবে। ২৫ ফেব্রুয়ারি বিধান মেয়র হিসেবে শপথ নেন। নিয়মানুযায়ী ছ মাসের মধ্যে নির্বাচনে জয়লাভ করতে হয়। বিধানের মেয়াদ শেষ হচ্ছে ২৫ অগাস্ট। তার আগেই যাতে তিনি পুরপ্রতিনিধি হতে পারেন, তাই এই নির্বাচন। পদাধিকার বলে মহকুমাশাসক মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার থেকেই তাঁর অফিসে খোলা হয়েছে নমিনেশন সেল। ৩ অগাস্ট পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা। ৪ অগাস্ট মনোনয়নপত্র পরীক্ষা, ৬ অগাস্ট প্রত্যাহারের শেষ দিন।
আরও পড়ুন-বক্সা থেকে সরবে বস্তি
সেদিন বিকেলেই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ২১ অগাস্ট সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। গণনা কবে হবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। ২৬ অগাস্টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।