অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : দু’দিনের মধ্যেই আসানসোল থেকে সশরীরে প্রচার শুরু করবেন বলিউড নায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীকে সামনে থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন শহরের আট থেকে আশি। রুপোলি পর্দার এই জনপ্রিয় নায়ককে স্বাগত জানাতে এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হচ্ছে আসানসোল নগর নিগমের পক্ষ থেকে। নগর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, শত্রুঘ্ন সিনহাকে স্বাগত জানানোর প্রস্তুতির পাশাপাশি দোলের মতো সামাজিক উৎসবের দিনটিকে জনসংযোগ গড়ে তোলার সেতু হিসেবেও কাজে লাগিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বস্তরের নেতা কর্মীরা।
তিনি বলেন, বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে বিপুল জয় পেয়ে এমনিতেই দলীয় নেতা-কর্মীদের মনোবল ছিল তুঙ্গে, এরপর নগর নিগমের নির্বাচনেও ঐতিহাসিক সাফল্যে এই মুহূর্তে তাঁরা অত্যন্ত উজ্জীবিত হয়ে রয়েছেন। এবং সেই কারণেই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচারের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে দলের বিশেষত যুব কর্মীদের বিপুল উন্মাদনা। প্রার্থী শহরে পা দিলেই বুঝতে পারবেন তাঁকে সামনে থেকে দেখার জন্য কতখানি উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন শহরের সমস্ত ধর্ম, বর্ণ, ভাষাভাষীর মানুষ। কারণ আসানসোল লোকসভা আসনটিতে কোনদিনও জয় পায়নি তৃণমূল (Trinamool Congress)। এই উপনির্বাচনে জয়ের মাধ্যমেই অতীতের শাপমোচন ঘটানোর শপথ নিয়েছেন দলের নেতা-কর্মীরা।
অভিজিৎবাবু বলেন, দোলের দিন লোকসভার সাতটি বিধানসভা এলাকাতেই বসন্ত উৎসব সহ নানান সামাজিক অনুষ্ঠান পালিত হয়েছে। প্রায় সব অনুষ্ঠানেই হাজির থেকেছেন নগর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান থেকে দলের প্রায় সমস্ত প্রথম সারির নেতা-নেত্রীরা। এবং এই জনসংযোগমূলক অনুষ্ঠানগুলির মাধ্যমেই শত্রুঘ্ন সিনহাকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করার সংকল্পও গ্রহণ করেছেন তাঁরা। দোল ও হোলি উপলক্ষে আসানসোলবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা বলে জানান তৃণমূলের (Trinamool Congress) অন্যতম রাজ্য সম্পাদক ভি. শিবদাসন দাশু।