আসারামের যাবজ্জীবন জেল

ছোট বোন নারায়ণ সাইয়ের বিরুদ্ধে এবং বড় বোন আসারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিচার চলাকালে এক আসামি মারা যান।

Must read

প্রতিবেদন : শিষ্যাকে ধর্ষণের মামলায় তথাকথিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গুজরাতের গান্ধীনগর আদালত। সোমবার আসারামকে দোষী সাব্যস্ত করেছিলেন দায়রা আদালতের বিচারক ডি কে সোনি, মঙ্গলবার সাজা ঘোষণা হয়। ২০১৩ সাল থেকে জেলে রয়েছেন আসারাম। আসারামকে আইপিসির ৩৭৬ (২) (সি), ৩৭৭ (অপ্রাকৃতিক যৌনতা) এবং বেআইনি বন্দিত্বের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ৮১ বছর বয়সি আসারাম বাপু বর্তমানে যোধপুর জেলে রয়েছেন।

আরও পড়ুন-বেনিয়মে এগিয়ে বিজেপি রাজ্য, বাংলাতেই শুধু কেন্দ্রীয় দল, মেনে নিলেন মন্ত্রী

একইসঙ্গে তাঁর ছেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে সুরাটের আদালতে পৃথক মামলা চলছে। আসারাম এবং তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দুই বোন। অভিযোগ, ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে আসারাম এবং তাঁর ছেলের মোতেরা আশ্রমে ধর্ষণের ঘটনা ঘটে। সুরাটের বাসিন্দা দুই বোন ২০১৩ সালের অক্টোবরে আসারাম এবং অন্য সাতজনের বিরুদ্ধে ধর্ষণ এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে মামলা করেছিলেন। ছোট বোন নারায়ণ সাইয়ের বিরুদ্ধে এবং বড় বোন আসারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিচার চলাকালে এক আসামি মারা যান। ২০১৪ সালের জুলাই মাসে মামলায় চার্জশিট দাখিল করা হয়। আসারামকে ২০১৩ সালের ৩১ অগাস্ট যোধপুর পুলিশ আরেকটি ধর্ষণের মামলায় গ্রেফতার করে। তাতেও যাবজ্জীবন হয়েছে।

Latest article