প্রতিবেদন : রাজ্যের আশাকর্মীদের জন্য সুখবর। বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষা করার জন্য এবার থেকে বাড়তি ভাতা পাবেন তাঁরা। এ কাজের জন্য আশাকর্মীদের ১০০ টাকা করে দেওয়া হবে। পরীক্ষার জন্য দিনে যে ক’টি কিট ব্যবহার করা হবে সেই কিটপিছু ১০০ টাকা করে দেওয়া হবে তাঁদের। কয়েক মাস আগে কামারহাটি পুরসভা এলাকায় ডায়েরিয়া ছড়িয়ে ছিল। পানীয় জল থেকেই এই রোগ ছড়িয়েছিল বলেই অনুমান প্রশাসনের।
আরও পড়ুন : চাপে পড়ে এবার ক্ষমা চেয়ে নিলেন ওয়াকার
তারপরই তৎপর হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সরবরাহ করা জল কতটা পরিস্রুত তা জানার জন্য প্রত্যেক বাড়িতে গিয়ে জল পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দফতর। জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে প্রায় ২১৭টি ল্যাবরেটারি রয়েছে। যেসব এলাকায় তাঁরা জল সরবরাহ করে থাকে সেইসব এলাকার জলের নমুনা এই পরীক্ষাগারে পাঠানো হয়। এক্ষেত্রে সেই রিপোর্ট পেতে দেরি হয়। এ ছাড়া বাড়ি বাড়ি জলের নমুনা সংগ্রহ করার লোকও সবসময় পাওয়া যায় না। তাই বাড়ি গিয়ে আশাকর্মীদের দিয়ে জল পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই কাজের জন্য তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।