ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা বাংলাদেশে, হাসিনা-ঘনিষ্ঠ বিচারপতির পদত্যাগ

Must read

বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মহম্মদ আশফাকুল ইসলাম (Ashfaqul Islam)। এর আগে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসাবে কাজ করছেন। এর আগে শেখ হাসিনা-ঘনিষ্ঠ ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আরও পড়ুন-আরজিকরের ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস পুলিশ কমিশনারের

শনিবার প্রধান বিচারপতির পদ থেকে হাসানের ইস্তফার দাবিতে ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা। এদিন দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং তাঁর ‘ফুল কোর্ট মিটিং’ বন্ধ করে দিতে হবে। এমনকি আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের ‘আল্টিমেটাম’ দেন বিক্ষোভকারী নেতারা। এর কিছু সময়ের মধ্যেই বিচারপতি হাসানের পদত্যাগ করে বলা জানা যায়।

Latest article