পাঁচ বছর পর গৌড়বঙ্গে স্থায়ী উপাচার্য আশিস

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অবশেষে স্থায়ী উপাচার্য পেল উত্তরবঙ্গের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

Must read

সংবাদদাতা, মালদহ : দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অবশেষে স্থায়ী উপাচার্য পেল উত্তরবঙ্গের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার আনুষ্ঠানিকভাবে অধ্যাপক আশিস ভট্টাচার্যের নাম ঘোষণা করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে। ২০১৯ সালে শেষবার স্থায়ী উপাচার্য ছিলেন অধ্যাপক স্বাগত সেন। তবে মাত্র নয়মাসের মাথায় তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন-পর্যটন শিল্পের উন্নয়নে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগ, লোধাশুলিতে চালু হচ্ছে ২১ লক্ষের হোম-স্টে

এরপর থেকে একের পর এক অস্থায়ী উপাচার্য সামলেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভার। গত সেপ্টেম্বর মাসে রাজ্যপাল অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর কার্যত উপাচার্যবিহীন অবস্থায় চলছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়সহ আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের প্রস্তাব পাঠায় রাজ্যপালের কাছে। সেই তালিকার ভিত্তিতেই বুধবার রাজ্যপাল চূড়ান্ত অনুমোদন দেন। অধ্যাপক আশিস ভট্টাচার্যের দায়িত্বগ্রহণে শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহল আশা করছে, স্থায়ী উপাচার্যের নেতৃত্বে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফের গতি পাবে, বদলে যাবে বহুদিনের অচলাবস্থা।

Latest article