ছবি ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা নস্যাৎ

Must read

আগরতলা : একটি ছবি নিয়ে আশায় বুক বেঁধে কুৎসায় নেমে পড়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী অন্যরা। তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের ছবিটি দিয়ে ক্যাপশনে লেখা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। আশিসলাল সিং কংগ্রেস ভবনে।

আরও পড়ুন-ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন ডেরেক ও ব্রায়েন

এই ছবির জবাবে আশিসলাল হেসে বলেন, গিয়েছিলাম। আগেও গিয়েছি। পুরনো বন্ধু সব। কোনও রাখঢাক নেই। আমি তো ওদের বলি সবাই তৃণমূলে চলে এসো। এই বাড়িটাই তৃণমূল ভবন করে নেব। এনিয়ে যারা ছবি ছড়ায়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আর তৃণমূলকে ভয় পাচ্ছে। উল্লেখ্য, কংগ্রেসের একাধিক নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাপ্টু চক্রবর্তীকে তো আশিসলালরাই তৃণমূলে আনলেন।

আরও পড়ুন-করোনার চিকিৎসায় ব্যবহার করা যাবে না হাইড্রক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন

এর আগে, ২৮ অগাস্ট আগরতলায় তৃণমূলের মিছিলের সময় দেখা গিয়েছিল কংগ্রেস ভবনের সামনে তাদের কর্মী-সমর্থকরা হাত নাড়ছেন। ডাঃ শান্তনু সেন, কুণাল ঘোষও পাল্টা হাত নাড়েন। আসলে তৃণমূলকে নিয়ে এখন ত্রিপুরায় এতটাই আগ্রহ যে বিজেপি এবং তাদের সহযোগীরা ভয়ে নানা ছুতো খুঁজছে অপপ্রচারের।

Latest article