আইপিএলে আরটিএম নিয়মের বিপক্ষে অশ্বিন

তারকা অফস্পিনার যোগ করেন, সেই সময় কেকেআর ও মুম্বইও সেই ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করল। দাম উঠল ৬ কোটি।

Must read

চেন্নাই, ১০ অগাস্ট : আইপিএল নিলামে আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ নিয়মের তীব্র বিরোধিতা করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দাবি করলেন, এই নিয়ম চালু রাখা অন্যায়। আরটিএম পদ্ধতিতে ক্রিকেটারদের সুবিচার হয় না।
বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দল আপত্তি জানালেও, ২০২৫ আইপিএলে যে মেগা অকশনের আয়োজন করবে বোর্ড, সেটা প্রায় একপ্রকার নিশ্চিত। তবে বিসিসিআই বেশ কিছু নিয়ম বদল করতে পারে বলে খবর। এরমধ্যে অশ্বিনের বক্তব্য, ‘আরটিএম পদ্ধতি কী করে এতদিন চালু থাকল? এই নিয়মের থেকে অন্যায় কিছু হয় না। আপনারা ধরুন, কোনও ক্রিকেটার হায়দরাবাদের হয়ে খেলে। যার এখনকার বাজারমূল্য ৫-৬ কোটি টাকা। সেই ক্রিকেটারকে নিলামে তোলা হল। বিডিং শুরু হল ২ কোটি টাকায়।’

আরও পড়ুন-‘ধর্ষকের কোনও জাত হয় না’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তারকা অফস্পিনার যোগ করেন, সেই সময় কেকেআর ও মুম্বইও সেই ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করল। দাম উঠল ৬ কোটি। তখন হায়দরাবাদ আরটিএম কার্ড ব্যবহার করে সেই ক্রিকেটারকে কিনে নিল। ফলে এই নিয়মে খুশি থাকল হায়দরাবাদ। আর অখুশি হল কেকেআর আর মুম্বই। এভাবে কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটারের প্রতি সুবিচার হয় না।
তবে বোর্ডের একাংশ জানাচ্ছে, রাইট টু ম্যাচের নিয়ম তুলে দেওয়ার ভাবনা বিসিসিআইয়েরও রয়েছে। রিটেনশন নিয়মেও বদল আনতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, চার ক্রিকেটারের পরিবর্তে ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Latest article