দুবাই, ৩ নভেম্বর : অবশেষে শিকে ছিঁড়ল রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্যে! তাও আবার নেই নেই করে চার-চারটে বছর পর। টি-২০ বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে অভিজ্ঞ অফস্পিনারকে বাদ দেওয়া সমালোচনার ঝড় উঠেছিল গোটা ভারতজুড়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার তো এ নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন।
আরও পড়ুন : দেশের হয়ে ১৩ বছর খেলা বড় প্রাপ্তি: বিরাট
কিছুটা অপ্রত্যাশিতভাবে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে মাত্র ৮ রানে ২ উইকেট দখল করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন অশ্বিন। শেষ পর্যন্ত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে টস করতে এসে বিরাট কোহলি জানিয়ে দিলেন অশ্বিন এই ম্যাচে খেলছেন। এর পরেই সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ফেটে পড়েন নেটিজেনরা। ৩৫ বছর বয়সি অভিজ্ঞ স্পিনারের ঝুলিতে ছশোরও বেশি উইকেট থাকলেও, তিনি শেষবার দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে কোনও ম্যাচ খেলেছিলেন সেই ২০১৭ সালে! ওই বছরের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে আয়োজিত টি-২০ ম্যাচটাই ছিল ভারতের হয়ে অশ্বিনের শেষ টি-২০ ম্যাচ। তারপর থেকে টেস্টে নিয়মিত খেললেও, ওয়ান ডে কিংবা টি-২০ দলে জায়গা হয়নি অশ্বিনের। প্রসঙ্গত, এদিন ভারতীয় একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। ঈশান কিষাণের বদলে টিমে ফিরেছেন সূর্যকুমার যাদব।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…