নয়াদিল্লি, ১৯ জুলাই : যাবতীয় জল্পনার অবসান। বুধবার প্রকাশিত হল এশিয়া কাপের সূচি (Asia Cup 2023 schedule)। ৩০ অগাস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে অন্যতম আয়োজক পাকিস্তান মুখোমুখি হবে নেপালের। তবে যে ম্যাচের দিকে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল, সেই বহুচর্চিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২ সেপ্টেম্বর, ক্যান্ডিতে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মারা।
অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। ৩১ অগাস্ট ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এটাই শ্রীলঙ্কার মাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর। সেদিন লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্ব থেকে সেরা চার দল যাবে সুপার ফোরে। যা চলবে ৬ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুপার ফোরের প্রথম ম্যাচ লাহোরে। বাকি পাঁচটি ম্যাচই হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ফাইনালও কলম্বোতে, ১৭ সেপ্টেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাড়তি ম্যাচ দাবি করলেও, খসড়া সূচি মেনে মোট চারটি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায়। প্রতিটি ম্যাচ (Asia Cup 2023 schedule) শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়। গতবার টি-২০ ফরম্যাটে খেলা হয়েও, এই বছর যেহেতু একদিনের বিশ্বকাপ রয়েছে, তাই এশিয়া কাপের সব ম্যাচই হবে পঞ্চাশ ওভারের।
আরও পড়ুন- জেলা থেকে লাখ লাখ মানুষ আসছেন ধর্মতলায়, কর্মীদের জন্য রইল হেল্পলাইন নম্বর