পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প! ৩ মাস স্থগিত নয়া শুল্ক নীতি, ছাড় পেল না চিন

Must read

পিছু হটলেন ট্রাম্প (Donald Trump)। এখনও পর্যন্ত যে সব দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক (রেসিপ্রোক্যাল ট্যাক্স) চাপিয়েছেন, তা তিন মাস বা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ৭৫টির বেশি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময়ে শুধুমাত্র ১০ শতাংশ হারে পাল্টা শুল্ক ধার্য থাকবে। মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতি নিয়ে আমেরিকার অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নেমেছিল মার্কিন শেয়ার বাজারে ধস। আর সেই কারণেই ট্রাম্প পিছু হটতেই বাধ্য হলেন বলে মনে করছে বাণিজ্য মহল।

তবে ছাড় পেল না চিন। চিনের বিরুদ্ধে আরও কড়া মনোভাব ট্রাম্পের (Donald Trump)। তিনি জানিয়েছেন, চিনের পণ্যের উপর এখন থেকে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য হবে। এর আগে আমেরিকার বাজারে চিনা পণ্যের আমদানি শুল্ক বেড়ে ১০৪ শতাংশ করা হয়েছিল।

আরও পড়ুন- বৃথা গেল বিভাজনের নীতি জিতে গেল বঙ্গের সম্প্রীতি

সোশ্যাল মিডিয়া ট্রাম্প জানিয়েছেন, ৭৫টিরও বেশি দেশ সংঘাতের পথে না গিয়ে আমেরিকার বিভিন্ন দফতরের প্রতিনিধিদের সঙ্গে শুল্ক নীতি ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলেছে। সেই কারণেই তিনি এই দেশগুলির জন্য আপাতত শুল্ক নীতি কার্যকর স্থগিত রাখছেন। তিনি আরও জানিয়েছেন, চিন বিশ্ব বাজারের প্রতি সম্মান জানায়নি, তাই চিনের উপর ১২৫ শতাংশ কর চাপানো হচ্ছে। চিন একদিন নিজেদের ভুল বুঝতে পারবে।

মার্কিন প্রেসিডেন্টের এই বেপরোয়া ঘোষণার প্রেক্ষিতে পাল্টা কড়া পদক্ষেপ এসেছে চিনের রাজধানী বেজিংয়ের তরফেও। মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে আরও ৫০ শতাশ বাড়িয়ে ৮৪ শতাংশ করেছে চিনের সরকার। ১০ এপ্রিল অর্থাৎ আজ থেকেই অতিরিক্ত কর চালু হবে। ট্রাম্পের ঘোষণার আগেই ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পথে হেঁটেছে ইউরোপীয় ইউনিয়নও।

Latest article