পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি (Asif Ali Zardari)। ১৪তম প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হলেন। এই নিয়ে দ্বিতীয়বার প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট পদে তিনি। পাকিস্তান পিপলস পার্টির (PPP) সহযোগী চেয়ারপার্সন আসিফ। জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ।
আরও পড়ুন- নাগপুরে বিজেপির সভায় পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু
পাকিস্তান জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা ভোট দিয়ে আসিফ আলিকে (Asif Ali Zardari) রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছেন। জারদারি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। পাকিস্তান সংসদ সূত্রে খবর, রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়েছেন আসিফ আলি জারদারি। বিরোধীপক্ষ মহম্মদ খান পেয়েছেন ১১৯টি ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতার জোরেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।