খেলা

ফল ঘোষণা করলেন অসীম রায়, সচিব পদে দায়িত্ব নিলেন সৃঞ্জয়, সভাপতি-সহসভাপতি নির্বাচন সোমবার

প্রতিবেদন : সাড়ে চার বছর পর মোহনবাগান ক্লাবে সচিব হয়েই ফিরলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় ক্লাবের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সরকারিভাবে নতুন সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। যুযুধান দুই পক্ষ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটিই প্যানেল জমা দেওয়ায় নির্বাচন হয়নি। তাই সচিব সৃঞ্জয়ের নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আগামী তিন বছরের জন্য ক্লাব প্রশাসন চালানোর দায়িত্ব পেল সচিব-সহ ২২ সদস্যের কমিটি। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সচিব-সহ ১১ জন অফিস বিয়ারার (পদাধিকারী) এবং বাকি ১১ জন কার্যকরী কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন।

আরও পড়ুন-দুর্গাপুর ইস্পাতের সঙ্গে দাবি নিয়ে বৈঠক সাংসদ মন্ত্রী, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির

ফল প্রকাশ করে নির্বাচনী বোর্ডের প্রধান প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায় বলেন, ‘আমি এতদিন খুব ভালভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেছি। ক্লাব আমাকে খুব সহযোগিতা করেছে। আমার কাজে কেউ বাধা দেননি। একটা প্যানেলেরই মনোনয়নপত্র জমা পড়েছিল। নির্বাচিত সেই কমিটির নামই ঘোষণা করলাম।’ প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, সচিব পদে আরও একজন মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু তিনি পরে নাম প্রত্যাহার করে নেন।
সোমবার নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠক ক্লাব তাঁবুতে। সেখানে কমিটির সদস্যরা নতুন সভাপতি হিসেবে মনোনীত করবেন প্রাক্তন সচিব দেবাশিস দত্তকে। এছাড়াও ছ’জন সহসভাপতি মনোনীত করা হবে। সচিবের নেতৃত্বে নতুন কমিটির পদাধিকারীরা হলেন, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল সচিব, স্বপন বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ সন্দীপন বন্দ্যোপাধ্যায়, অর্থ সচিব সুরজিৎ বসু, মাঠ সচিব শাশ্বত বসু, ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক, হকি সচিব শ্যামল মিত্র, অ্যাথলেটিক্স সচিব পিন্টু বিশ্বাস, টেনিস সচিব সিদ্ধার্থ রায়, যুব ফুটবল সচিব শিল্টন পাল। কার্যকরী কমিটির বাকি সদস্যরা হলেন, মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, কাশীনাথ দাস, সোমেশ্বর বাগুই, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, রঞ্জন বসু, দেবজ্যোতি বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাহু।
সচিবের দায়িত্ব নিয়ে সৃঞ্জয় বোস বললেন, ‘অনেকে বলছেন, এবারও ভোট হল না। এটা ঠিক নয়। আমরা গণতন্ত্রের পদ্ধতি মেনে সদস্য, সমর্থকদের কাছে পৌঁছতে পেরেছি। তাদের অনেক মতামত, পরামর্শ, চাহিদা জানতে পেরেছি। আমরা দু’পক্ষ এক হয়েছি ক্লাবের স্বার্থে ভালভাবে কাজ করার জন্য। ইস্তাহারে আমরা দুই পক্ষ যা ঘোষণা করেছিলাম তাতে বিশেষ অমিল নেই। তার সঙ্গে কিছু ছোটখাটো পয়েন্ট যোগ করে সব কিছু কার্যকর করার চেষ্টা করব। আপাতত আমরা সোমবার কার্যকরী কমিটির মিটিং ডাকছি। সেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ঠিক করা হবে। তবে প্রথমদিনই হয়তো একসঙ্গে সবাইকে মনোনীত করা সম্ভব হবে না।’

আরও পড়ুন-ব্রোঞ্জ জিতে দীপাকে টপকালেন প্রণতি

সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোসের (টুটু) জন্য কি নতুন পদ তৈরি করা হবে? পুত্র সৃঞ্জয় বললেন, ‘টুটুবাবু কী করবেন সেটা উনিই ঠিক করবেন। আমাদের উপর ওঁর আশীর্বাদ রয়েছে। বাবা একটা কথাই বলেছিলেন, নির্বাচন হয়ে গেলে দুই পক্ষই এক হয়ে যাবে। কিন্তু তার আগেই আমরা এক হয়েছি। আমার মনে হয় না, দেবাশিসদার সঙ্গে টুটুবাবুর কাজ করতে অসুবিধা হবে।’
সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চান নতুন সচিব। সৃঞ্জয় বলেন, ‘আগামী দিনে আমাদের আরও ঘনিষ্ঠভাবে ওঁর সঙ্গে কাজ করতে হবে। মিস্টার গোয়েঙ্কাকে বোঝাতে হবে, আপনিও ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ। যাতে উনি ক্লাবে আসেন। মহিলা ফুটবল টিম গড়ার পরিকল্পনা নিয়েও ওঁর সঙ্গে কথা বলতে হবে।’ ফুটবল টিমের ডিরেক্টর বোর্ডে ক্লাবের প্রতিনিধি বদলাবে কি না, সেই প্রসঙ্গে সচিব জানিয়েছেন, কোম্পানির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ গতবার ক্লাব মাঠে হয়নি। এবারও মাঠের কাজ শেষ হয়নি। সচিব বললেন, ‘সব টিমের খেলা দিলে হবে না। শুধু মোহনবাগানের খেলা যাতে আমাদের মাঠে দেওয়া হয় সেটা নিয়ে আইএফএ-র সঙ্গে কথা বলতে হবে।’
আইএফএ যেভাবে কলকাতা লিগ চালাচ্ছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সৃঞ্জয়। মোহনবাগানের সঙ্গে আইএফএ-র সম্পর্কের কি এবার উন্নতি হবে? সচিব বলেন, ‘আইএফএ-র সঙ্গে শুধু মোহনবাগান কেন, অনেক টিমের কর্তাদের সঙ্গেই সম্পর্ক ভাল নয়। নির্দিষ্ট সময়ে কখনও লিগ শেষ করতে পেরেছে আইএফএ? গতবারের লিগের রেজাল্ট এখনও জানা যায়নি।’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago