প্রতিবেদন : গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসি-র কাছে ২-৪ গোলে হারলেও পর পর দুই ম্যাচ দাপটে জিতে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan)। সেপ্টেম্বরে ম্যাচ। মঙ্গলবার রাতে যুবভারতীতে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে পাঁচ গোল দিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে সবুজ-মেরুন শিবির (Mohun Bagan)। দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘‘আমরা নকআউটে আরও ভাল খেলব। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। গত কয়েকটা ম্যাচের কথা মাথায় রাখতে হবে আমাদের। এখন আমাদের পরের রাউন্ডের কথা ভাবতে হবে, যা আরও কঠিন। সেজন্য দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে। ইন্টার জোনাল সেমিফাইনাল কঠিন লড়াই। প্রতিপক্ষও উঁচু মানের হবে। তবে আমরা ভাল খেলব। আমাদের আরও ভাল ভাবে তৈরি হতে হবে।’’
আরও পড়ুন: ঋদ্ধিকে আর বলব না : অরুণলাল
মাজিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় একটু উপরে খেলেছেন জনি কাউকো। জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। জনি বলেছেন, ‘‘এটাই আমার জায়গা। ডিফেন্সিভ মিডফিল্ডে নয়, এই পজিশনেই বেশি ম্যাচ খেলেছি। একটু উপরে খেললেই নিজের সেরাটা দিতে পারি।’’ এদিকে, হায়দরাবাদ এফসি থেকে পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন উইং ব্যাক আশিস রাই।