বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা অসিতের

এছাড়াও বিধায়কের হাত ধরে বর্ধমানে অনেক চাকরি হয়েছে বেআইনিভাবে। এছাড়াও পুর নিয়োগেও বিধায়কের হাত রয়েছে।

Must read

সংবাদদাতা, হুগলি : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চুঁচুড়া কোর্টে মানহানির মামলা দায়ের করলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন বিধায়ক তাঁর আইনজীবী মারফত শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিধায়কের করা মামলা গ্রহণ করেছে আদালত। এদিন বিধায়ক অসিত মজুমদার বলেন, গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির সভা থেকে বলেছিলেন যে, অসিত মজুমদার চাকরি কেলেঙ্কারিতে যুক্ত।

আরও পড়ুন-ঢাক-শঙ্খে বরণ

এছাড়াও বিধায়কের হাত ধরে বর্ধমানে অনেক চাকরি হয়েছে বেআইনিভাবে। এছাড়াও পুর নিয়োগেও বিধায়কের হাত রয়েছে। শুভেন্দুর এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, এতে বিধায়কের সম্মানহানি হয়েছে। তাই বিধায়ক এদিন চুঁচুড়া আদালতে মানহানির মামলা করেন। অসিত বলেন, দেশের আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আইন সবার জন্য এক, যদি রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয়, তাহলে মিথ্যা কথা প্রচার করার জন্য শুভেন্দুর শাস্তি হবে না কেন! শুভেন্দুর জন্য আইন আলাদা নয়। তাঁকে আদালতে এসে প্রমাণ করতে হবে যে তিনি যে অভিযোগ করেছিলেন, সেগুলো সত্যি না হলে তাঁর শাস্তি হওয়া দরকার। শুভেন্দুর অভিযোগ সত্যি হলে তাঁর যা শাস্তি হবে সেটাও গ্রহণ করতে রাজি।

Latest article