প্রতিবেদন : সরকারবিরোধী বিদ্রোহীদের হাতে রাজধানী দামাস্কাসের দখল চলে যেতেই শাসনভার ছেড়ে দেশত্যাগ করেন প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তাঁর গন্তব্য নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সোমবার রাশিয়া জানিয়ে দিল, পদচ্যুত সিরিয়ার প্রেসিডেন্টকে সপরিবারে মানবিক আশ্রয় দেওয়া হয়েছে। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত, বাশারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হবে। তবে তিনি কোথায় থাকবেন সে ব্যাপারে নিশ্চিত করেননি পেশকভ।
আরও পড়ুন-দেশজুড়ে ৯ মাসেই ক্ষতি ১১,৩৩৩ কোটি! সাইবার প্রতারণা
রাশিয়ায় থাকলেও পুতিনের সঙ্গে বাশারের সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে রুশ প্রশাসন।
সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। শুরু হয়েছে নতুন সরকার গঠনের তোড়জোড়। গোটা সিরিয়া জুড়েই এখন প্রবল আসাদ বিরোধী হাওয়া। তাঁর আমলে হওয়া বিদ্রোহী স্বর দমনের অসংখ্য ঘটনা, সরকারি হেফাজতে ধৃত বন্দিদের উপর অকথ্য অত্যাচারের ঘটনা ফাঁস হচ্ছে। রবিবার সকালেই রাজধানীর প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে গিয়েছিলেন আসাদ। তাঁকে বিমানে উঠতে দেখা গেলেও তিনি কোথায় গিয়েছেন, তা স্পষ্ট হচ্ছিল না। সংবাদ সংস্থা রয়টার্স একসময় জানিয়েছিল, খুন হয়ে যেতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর বিমান নাকি মাঝআকাশে উধাও হয়ে গিয়েছে। দিনভর ছড়ায় গুজব। দামাস্কাস থেকে আসাদের গন্তব্য সম্বন্ধে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছিলেন না। তবে সোমবার রাশিয়ার প্রথমসারির সংবাদমাধ্যমগুলি দাবি করে, পুতিন মানবিক কারণে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে নিজের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সপরিবার মস্কোয় পৌঁছেও গিয়েছেন আসাদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্রেমলিনও আসাদকে সপরিবারে রাশিয়ায় আশ্রয় দেওয়ার বিষয়ে জানিয়ে দিল।