বাংলাদেশের জঙ্গি (Militants) সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় নাশকতা চালানোর ছক কষছে। এ খবর গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। সেইমতো অভিযান চালিয়ে একে একে নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ। সম্প্রতি ধৃত ১১ জন জঙ্গিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন কোথায় কোথায় তাদের নাশকতার ছক ছিল এবং জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে? এ রকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ পুলিশেরও একটি টিম অসমে গিয়ে জঙ্গিদের জেরা করছে। ধৃতদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা। রাজ্যে এমন আরও কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তাও জানার চেষ্টা চালাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের অফিসাররা।
আরও পড়ুন- মনমোহনের স্মৃতিসৌধ ইস্যুতে বিস্ফোরক প্রণব-কন্যা
ধৃত জঙ্গিদের (Militants) কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। উদ্ধার উদ্ধার হয়েছে বইও। সেখান থেকে জঙ্গিরা কী ছক কষেছিল, তখর উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতরা কার নির্দেশে কাজ করছিল, সংগঠনে আর কারা আছে, তাও জানার চেষ্টা করছে রাজ্যের এসটিএফ। জানার চেষ্টা চালাচ্ছে স্লিপার সেল তৈরির পাশাপাশি তাদের কাছে আর কী নির্দেশ ছিল। তাদের জেরা করে বাংলায় লুকিয়ে থাকা সংগঠনের অন্য সদস্যদের খুঁজে বার করাই এখন চ্যালেঞ্জ রাজ্য পুলিশের এসটিএফের।
জঙ্গি সন্দেহে আগে গ্রেফতার করা হয়েছিল দশজনকে। বৃহস্পতিবার রাতে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার রাতে ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেপ্তার হয় শাহিনুর ইসলাম নামে এক ব্যক্তি। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জিহাদ সংক্রান্ত দু’টি বই। শাহিনুরের আসল বাড়ি বিলাশিপাড়ারই খুধিগাঁও গ্রামে। বর্তমানে সে বান্ধবপাড়ার একটি বাড়িতে আত্মগোপন করেছিল।