সংবাদদাতা, বাঁকুড়া : এসআইআর নিয়ে বিধানসভা ভিত্তিক সর্বদলীয় বৈঠক হল বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে। সর্বদলীয় এই বৈঠকে বিএলও নিয়ে একাধিক প্রস্তাব দিলেন বিরোধী দলগুলির প্রতিনিধিরা। চাওয়া হল ২০০২ সালের ভোটার তালিকাও।
আরও পড়ুন-পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
এসআইআর চালু হতেই এ-রাজ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর তৎপরতা। নির্বাচন কমিশনের নির্দেশে আজ বাঁকুড়ার মহকুমা শাসকের দফতরে এসআইআর নিয়ে হয়ে গেল বাঁকুড়া বিধানসভার সর্বদলীয় বৈঠকে। বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিএম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিজেপির তরফে এসআইআর-এ নিযুক্ত বিএলওদের তালিকা ও তাঁদের সম্পর্কে বিশদে তথ্য চাওয়া হয় প্রশাসনের কাছে। সিপিএমের পক্ষ থেকে ২০০২-এর ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির হাতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে তৃণমূলের তরফে ছিলেন জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, এই এসআইআরের নামে কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় সে ব্যাপারে বিএলওরা যেন সতর্ক থাকেন। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও বিরাট আন্দোলন হবে। শীর্ষ নেতৃত্ব পুরো ব্যাপারটায় নজর রাখছে।

