সিতাইয়ে বিধানসভাভিত্তিক কর্মিসভা, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক নেতাদের

কোচবিহারে বিধানসভায় নয়টি আসনের সব আসনে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল। শনিবার হয়েছে সিতাইয়ের বিধানসভাভিত্তিক কর্মিসভা৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : কোচবিহারে বিধানসভায় নয়টি আসনের সব আসনে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল। শনিবার হয়েছে সিতাইয়ের বিধানসভাভিত্তিক কর্মিসভা৷ মূল বক্তা ছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়, বিনয়কৃষ্ণ বর্মন, হিতেন বর্মনরা৷ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের নয়টি বিধানসভাতেই হবে তৃণমূলের কর্মিসভা। এদিন সিতাইয়ের কর্মিসভায় অভিজিৎ বলেন, কোচবিহারের উপরে নজর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুথ অঞ্চল ও জেলার নেতারা কে কী করছেন, তা সব জানেন মুখ্যমন্ত্রী। তাই দলের প্রতি যাঁরা নিষ্ঠাবান, তাঁদের জায়গা অটুট থাকবে তৃণমূলে।

আরও পড়ুন-আর্থিক পুরস্কার, রবিদের বরণ সবুজ-মেরুনের, তিন প্রধানকে বার্তা সঞ্জয়ের

এদিন তৃণমূলের সভায় সিতাই বিধানসভার ভেটাগুড়ি-১, ভেটাগুড়ি-২ ও মাতালহাট অঞ্চল কমিটিকে আরও বেশি করে দায়িত্ব নিয়ে সাংগঠনিক কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জগদীশ বলেন, সিতাই বিধানসভায় লোকসভা নির্বাচনে খুব ভালো ফলের পর বিধানসভা উপনির্বাচনেও সঙ্গীতা রায়কে বিপুল ভোটে জেতানোর জন্য সকল তৃণমূল কর্মীকে ধন্যবাদ। আগামী বিধানসভা নির্বাচনেও যাতে কর্মীরা তৃণমূলের হাত আরও শক্ত করেন, সে ব্যাপারে কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে নির্দেশ দেন সাংসদ। উদয়ন বলেন, দলের যে পদে যিনি দায়িত্বে থাকবেন, সকলের উচিত তাঁকে সম্মান জানানো। যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকে প্রয়োজনে তা ঊর্ধ্বতন নেতাদের জানাতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Latest article