বিধানসভার উপনির্বাচন: প্রশাসন পুরোপুরি তৈরি

১৩ জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজেই হবে ভোটগণনা। তাই এখানকার স্ট্রং রুমে মজুত থাকবে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাড।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বুধবার রাজ্যের চার বিধানসভায় উপনির্বাচন। তাকে সামনে রেখে তৎপর প্রশাসন। রায়গঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন। ডিসিআরসি তৈরি হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। মঙ্গলবার সেখান থেকে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন ভোটকর্মীরা। এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ছিল প্রশাসনিক তৎপরতা। ১৩ জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজেই হবে ভোটগণনা। তাই এখানকার স্ট্রং রুমে মজুত থাকবে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাড।

আরও পড়ুন-পুনর্ভবার বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম, দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন

রায়গঞ্জ বিধানসভা এলাকায় মোট ভোটার ২,০৬,০৯২। এর মধ্যে পুরুষ ১,০৩,৯২৫ এবং মহিলা ১,০২,১৩০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৭ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৩১৮ জন। যার মধ্যে পুরুষ ৩১১ এবং মহিলা সাতজন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১,০৫৫। এর মধ্যে পুরুষ ৬৭২ এবং মহিলা ৩৪৩ জন। ৮৫ বছর ও তার ঊর্ধ্বে বয়স্ক ভোটার রয়েছেন ১,৫৫৩। এর মধ্যে পুরুষ ৬২০ এবং মহিলা ৯৩৩ জন। প্রতি হাজার পুরুষে মহিলা ভোটার ৯৮৩ জন। রায়গঞ্জ বিধানসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২১২টি। মূল ভোটগ্রহণ কেন্দ্র ২১১। সহায়ক ভোটগ্রহণ কেন্দ্র একটি। মহিলা ভোটগ্রহণ কেন্দ্র ৩০টি। মোট সেক্টর ১৮টি। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে এই বিধানসভা এলাকায়।

Latest article