BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা,  প্রস্তাব পাশ  বিধানসভায়

Must read

প্রতিবেদন : BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ হল বিধানসভায়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন দলের১১২ জন বিধায়ক। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেনন ISF বিধায়ক নৌসাদ সিদ্দিকি। এমনটাই খবর সূত্রের। বিরোধিতায় ভোট দেন বিজেপির ৬৩ জন বিধায়ক। এবার এই পাশ হওয়া প্রস্তাব যাবে কেন্দ্রের কাছে।

বিধানসভায় রাজ্যের শাসকদলের বিধায়ক সংখ্যা বেশি। BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হয়ে যাবে সেই বিষয়টি মোটামুটি নিশ্চিত ছিল। সেই মতো এদিন ভোট হয়। বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী BSF-র এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয়। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) BSF-র এক্তিয়ার বাড়ানো ইস্যুটির বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেন। ভোটাভুটির অনুমতি দেন অধ্যক্ষ। ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়।

আরও পড়ুন : রেশন দ্রুত পৌঁছে যাবে মানুষের দুয়ারে : মমতা বন্দ্যোপাধ্যায়

পরে, সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক বলেন, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করেছে কেন্দ্র। বাহিনীকে নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যের সীমানা বিএসএফের হাতে দেওয়া হয়েছে।

Latest article