জম্মু-কাশ্মীরে শুরু বিধানসভা ভোট, বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

৩ দফা নির্বাচনের এদিনই ছিল প্রথম দফা। বিকাল ৫টা পর্যন্ত ৫৮.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনসূত্রে।

Must read

প্রতিবেদন: দীর্ঘ একদশক পরে বুধবার শুরু হল জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। ৩ দফা নির্বাচনের এদিনই ছিল প্রথম দফা। বিকাল ৫টা পর্যন্ত ৫৮.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনসূত্রে। কড়া নিরাপত্তার আবহে এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর আসেনি। বুধবার প্রথম দফার ভোট হয় কাশ্মীরের ১৬ আসনে ও জম্মুর ৮ আসনে। ২৪ বিধানসভা আসনে ২১৯ জন প্রার্থী। ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। সকালের দিকে কিছু ভোটার নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথে বুথে বাড়তে থাকে উৎসাহী ভোটারদের ভিড়। রুটমার্চ করে পুলিশ।

আরও পড়ুন-প্রশ্নের মুখে গণতান্ত্রিক অধিকার, সরব বিরোধীরা

আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে গড়ে তোলা হয়েছিল বহুস্তরীয় নিরাপত্তা বলয়। ভোট চলে ৬টা পর্যন্ত। কোথাও কোথাও লাইন দীর্ঘ হওয়ায় ভোট শেষ হতে লেগে যায় আরও কয়েক ঘণ্টা। লক্ষণীয়, ২০১৯-এর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায় উপত্যকা। তারপরে এই প্রথম বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে। বিধানসভা নির্বাচন ভেস্তে দিতে কিছুদিন ধরেই সক্রিয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। ঘনঘন গুলি বিনিময় হয়েছে সেনার সঙ্গে জঙ্গিদের। সেনার গুলিতে খতম হয়েছে বেশ কিছু জঙ্গি। শহিদ হয়েছেন কয়েকজন সেনা-জওয়ানও। বুধবার তাই সতর্ক নজরদারি ছিল সেনা এবং পুলিশ বাহিনী।

Latest article