ছাড়ার আশ্বাস

চরম অত্যাচারের কারণে কাশ্মীর উপত্যকা থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা।

Must read

নয়ের দশকের শুরুতেই চরম অত্যাচারের কারণে কাশ্মীর উপত্যকা থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। আজও পণ্ডিতদের ছেড়ে যাওয়া বাড়িঘর পড়ে আছে। তবে সেই সব বাড়ির বেশিরভাগেই সিআরপিএফের শিবির হয়েছে। বহু বাড়িতে সিআরপিএফ কর্মীরা থাকেন।

আরও পড়ুন-পঞ্চাশ টাকায় স্ট্রবেরি, কেনা যাবে মাছ-সবজি, হোলিতে ধোনির উপহার, তিনদিন খোলা ফার্মহাউস

এই অবস্থায় সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং এদিন জানিয়েছেন, বাড়িগুলি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আমরা সেগুলি ব্যবহার করছি। তবে যদি কোনও কাশ্মীরি পণ্ডিতের পরিবার উপযুক্ত নথিপত্র দেখান তাহলে আমরা অবশ্যই বাড়ি ছেড়ে দেব। যত দ্রুত সম্ভব আমরা পণ্ডিতদের হাতে তাঁদের বাড়ি তুলে দেব। কাশ্মীরের পরিস্থিতি এখন একেবারেই শান্ত। তাই কেউ ফিরতে চাইলে তাঁরা স্বাগত। যাঁরা চলে গিয়েছেন তাঁদেরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

Latest article