প্রতিবেদন : এই প্রথম চাঁদে পাড়ি দেবেন কোনও মহিলা মহাকাশচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) চাঁদে পাঠাতে চলেছে মহাকাশ প্রযুক্তিবিদ ক্রিস্টিনা হামোক কচকে (Christina Hammock Koch)। চাঁদে নেমে ইতিহাস গড়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা। নাসায় জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চাঁদের দেশে প্রথম মহিলা মহাকাশচারী পাঠানোর অভিযান সফল করাই এখন পাখির চোখ নাসার। ২০২৪ সালের নভেম্বর মাসে এই অভিযান হওয়ার কথা। এই অভিযানে মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা হামোক কচের (Christina Hammock Koch) সঙ্গে থাকবেন আরও তিন মহাকাশচারী। তাঁরা হলেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান। এই অভিযান সফল হলে একসঙ্গে এতজনের চাঁদে পদার্পণের ঘটনাও প্রথম হবে।
এর আগে ১৯৬৯ সালে প্রথমবার চাঁদের মাটিতে পা পড়েছিল মানুষের। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং নেমেছিলেন চন্দ্রপৃষ্ঠে। তাঁর সঙ্গেই এই অভিযানে ছিলেন এডুইন অলড্রিন। তারপর ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান চাঁদের মাটিতে হেঁটেছিলেন। সেই শেষবার কোনও মহাকাশচারী চাঁদে পদচারণা করেন। নাসার এবারের অভিযান সফল হলে তা এই শতাব্দীর আর একটি মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন- চন্দ্রযান নিয়ে বিরাট কথা! কুস্তির লজ্জা আপনার অপদার্থতা