ভারতকে নেতৃত্ব দিতে চান অশ্বিন

বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর ভারতীয় দলের নেতৃত্ব মিউজিক্যাল চেয়ারের মতো বদলেছে।

Must read

চেন্নাই, ১১ জানুয়ারি : বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর ভারতীয় দলের নেতৃত্ব মিউজিক্যাল চেয়ারের মতো বদলেছে। কে এল রাহুল থেকে হার্দিক পাণ্ডিয়া, সাতজন খেলোয়াড়ের হাতে উঠেছে নেতৃত্বের আর্মব্যান্ড। রাহুল ও হার্দিক ছাড়া ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন-শেষ চারে ম্যান ইউ

তাছাড়া রোহিত শর্মা তো ছিলেনই। এত কিছুর পরেও রবিচন্দ্রন অশ্বিনের নাম কখনও ভাবা হয়নি ভারতের অধিনায়ক হিসেবে। কারণ, তিনি সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন। বিদেশের মাঠে টেস্ট ম্যাচেও অশ্বিনকে সব সময় ভাবা হয় না। কিন্তু সিনিয়র স্পিনার-অলরাউন্ডার জানালেন, তিনি স্বপ্ন দেখেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। অশ্বিন বলেছেন, ‘‘যখন আমি খেলা ছেড়ে দেব তখন হয়তো আমার কাছে এর উত্তর থাকবে। কিন্তু যতদিন খেলব, ততদিন স্বপ্ন দেখব ভারতকে নেতৃত্ব দেওয়ার। আমি সুযোগের অপেক্ষায় রয়েছি।’’ তবে অশ্বিন প্রশংসা করেছেন হার্দিকের নেতৃত্বের।

Latest article