গতকাল ভারত-পাক (India Pakistan) সংঘাত বিরতির আবহেই প্রতিরক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন করেছে। স্পষ্ট জানিয়েছিলেন বলেছিলেন, ‘দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না।’ এর চব্বিশ ঘণ্টার মধ্যেই দেশের নিরাপত্তা নিয়ে এবার বার্তা দিলেন ইসরোর চেয়ারম্যান। তিনি জানিয়ে দিলেন, ”দেশের নিরাপত্তা স্যাটেলাইটের (Satellite) মাধ্যমে সুনিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন-জুনে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ শুরু
রবিবার ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের (CAU) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৌশলগত উদ্দেশ্যে কমপক্ষে ১০টি উপগ্রহ ২৪ ঘন্টা কাজ করছে। ইসরোর চেয়ারম্যান আরও জানান, ”দেশের সুরক্ষায় ১০টি স্যাটেলাইট কাজ করছে। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে। ৭ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রতীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি একেবারেই সম্ভব নয়।”
আরও পড়ুন-ছত্তিসগড়ে ট্রেলার-ট্রাক দুর্ঘটনায় নিহত ১৩
মহাকাশে ভারতের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে ইসরো চেয়ারম্যান বলেন, চন্দ্রযান-১ মিশন চাঁদের ভূপৃষ্ঠে জলের অণুর আবিষ্কার করেছে, যা ভারতকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন যে ভারত একটি “স্পন্দনশীল মহাকাশ শক্তি” হয়ে উঠছে এবং ২০৪০ সালের মধ্যে তার প্রথম মহাকাশ স্টেশন থাকবে। ভারত ৩৪টি দেশের জন্য ৪৩৩টি উপগ্রহ উৎক্ষেপণ এবং কক্ষপথে স্থাপন করেছে। ভি নারায়ণন আরও বলেন যে, ভারতের জরুরি অবস্থা মোকাবেলার পদ্ধতি গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে। আগে, দুর্যোগের সময় হাজার হাজার মানুষ প্রাণ হারাতেন, কিন্তু এখন তা হয় না। ভারতের মহাকাশ প্রযুক্তি এখন টেলিমেডিসিন, শিক্ষা, আবহাওয়ার পূর্বাভাস এবং টিভি সম্প্রচার সহ অনেক ক্ষেত্রে সাহায্য করে এবং জাতীয় নিরাপত্তা এবং দৈনন্দিন নাগরিক চাহিদা উভয়ের জন্যই কার্যকর।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…