মঙ্গলবার সকালে মহানগরীতে বড় দুর্ঘটনা। হাওড়া থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় তপসিয়ায় (Topsia) মোড়ে উল্টে যায় যাত্রীবোঝাই বাস। সামনের চাকা ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনা বলে অনুমান। অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন-বন্ধুকে খুন করে দেহ ৬ টুকরো
তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে উল্টে যায় বাসটি। হাওড়া থেকে বারুইপুরের দিকে যাওয়ার সময় তপসিয়া মোড়়ের কাছে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায় আর তার ফলেই নিয়ন্ত্রণ হারায় ওই সরকারি বাসটি।

