কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৫, আহত ৬০, চালু হেল্পলাইন নম্বর

Must read

ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস(Kanchanjunga Express Accident) ফেরার সময় একটি মালগাড়ি পিছন থেকে এসে আচমকাই ধাক্কা মারে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। আহত কমপক্ষে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালক মৃত।

ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express Accident) চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।

আরও পড়ুন- ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির, লাইনচ্যুত ২ কামরা, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

নিউ জলপাইগুড়ি স্টেশনের এমার্জেন্সি নম্বর: ৯১৬২৮৭৮০১৭৫৮
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর: (০৩৩) ২৬৪১ ৩৬৬০
অনুসন্ধানের জন্য: (০৩৩) ২৬৪০২২৪২
(০৩৩) ২৬৪০ ২২৪৩
শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৩) ২৩৫০ ৮৭৯৪
(০৩৩) ২৩৮৩ ৩৩২৬

আলুয়াবাড়ি রোড স্টেশনের হেল্প লাইন নম্বর ৮১৭০০৩৪২৩৫

কিষানগঞ্জ স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর ৭৫৪২০২৮০২০/ ০৬৪৫৬-২২৬৭৯৫

ডালখোলা স্টেশন হেল্পলাইন নম্বর ৮১৭০০৩৪২২৮

বারসই স্টেশনের হেল্পলাইন নম্বর ৭৫৪১৮০৬৩৫৮

সামসী স্টেশনের হেল্পলাইন নম্বর ০৩৫১৩-২৬৫৬৯০/০৩৫১৩-২৬৫৬৯২

লামডিং স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬)৭৪২৬ ৩৯৫৮
(০৩৬)৭৪২৬ ৩৮৩১
(০৩৬)৭৪২৬ ৩১২০
(০৩৬)৭৪২৬ ৩১২৬
(০৩৬)৭৪২৬ ৩৮৫৮

এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আপাতত ১০টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

Latest article