করাচির রাস্তায় ২৩টি মৃতদেহ, বাড়ছে রহস্য

Must read

প্রতিবেদন: পাকিস্তানের করাচি (Karachi) শহরের রাস্তায় পাওয়া গেল ২৩টি মৃতদেহ। দেশের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতগুলি মৃতদেহ উদ্ধার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনজনের মৃতদেহ পরীক্ষা করে মাদকজনিত কারণ চিহ্নিত করা হয়েছে। কিন্তু বাকিদের মৃত্যুর কারণ নিয়ে ধন্দ অব্যাহত। চিকিৎসকদের একাংশের অনুমান, প্রবল গরম ও তাপপ্রবাহে মৃত্যু হওয়ার সম্ভাবনা। তবে মৃতদের পরিচয় জানাতে পারেনি করাচি প্রশাসন। প্রশাসনের দাবি, এরকম আরও প্রায় দুই ডজন দেহ রয়েছে যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন-ক্ষুব্ধ মার্কিন গোয়েন্দারা মুক্ত উইকিলিক্স-কর্তা

ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলির মতোই তাপপ্রবাহে পুড়ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সরকারি হিসাবে মাত্র চারদিনে এই পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪০০ বাসিন্দার। মঙ্গলবার পর্যন্ত ৪২৭টি মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করেছে দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাই জানায়, শুধু মঙ্গলবার তাঁরা ১৩৭টি মৃতদেহ ও সোমবার ১২৮টি মৃতদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবারের মৃতদেহগুলি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেইসব এলাকা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে শেষ কয়েকদিন। গরমে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কোনও পদক্ষেপ সরকার নেয়নি। তবে প্রশাসনিক মহলের দাবি, এর মধ্যে অনেকেই অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গিয়েছেন। সম্প্রতি মাদকাসক্ত একদল যুবকের মারে মৃত্যু হয় এক বয়স্ক ব্যক্তির। পাকিস্তানের বন্দর শহরে সম্প্রতি মাদক সেবনের প্রবণতা বেড়ে গিয়েছে, জনপ্রিয় হয়েছে আইস বা ক্রিস্টাল মেথামফেটামাইন নামে একটি মাদক।

Latest article